জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত রঘুরাশী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীকে গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় ওয়ার্ড শ্রমিক জমিয়ত সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার খেজুরগাছ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান ও যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামীল আহমদ।
সভায় প্রধান অতিথি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম ক্বায়েমের জন্য আমরা একে অন্যের সহযোগী হই। কারণ নবীজী (সা.) বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাকে তাঁর সাথে হাশর করান। সভায় ২৮ সেপ্টেম্বর স্থানীয় রহমত সেন্টারে এমপি প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের আগমন ও কর্মী সম্মেলন সফলের লক্ষে সবার উপস্থিতি কামনা করা হয়।
সভাশেষে উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply