জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মেয়ে মারওয়া ইসলাম কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন। মারওয়া ইসলাম স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে ইংলিশ মিডিয়ামে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। মেধাবী ডা: মারওয়া ক্যারাটি এক্সপার্ট। ছোট কাল থেকেই তার পিতা নজরুল ইসলাম তাকে মার্শাল আর্টে ভর্তি করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী মারওয়া একজন চমৎকার কন্ঠ শিল্পী । সুমধুর কন্ঠে তার গান শ্রোতা মাত্রই বিমুহীত করে। মারওয়া ইসলামের মাতা এ প্রতিষ্ঠানের গনিতের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ডা: মারওয়ার মা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। মেধাবী মায়ের দ্বিতীয় সন্তান আইমান ইসলাম সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত। ছোট মেয়ে মাহেরা ইসলাম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে সে যুক্তরাষ্ট্রে লেখা পড়া করছে। পিতা নজরুল ইসলাম একজন মানব দরদী, সমাজ সেবক হিসেবে এলাকায় পরিচিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে আছেন।
Leave a Reply