কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ.হক চত্বরে এক সমাবেশে মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্ত্বে ও সেক্রেটারী ছারওয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন লস্করের যৌথ পরিলানায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার নায়বে আমীর সিলেট-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটার মাওলানা নিজাম উদ্দীন খান, জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী।
বক্তব্য রাখে জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজির ইসলাম আফজাল, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মানিকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমদ, বীরশ্রী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল জলিল, খলাছড়া শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল কালাম আযাদ, জকিগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আজিজুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জুলাই সনদের ভিত্তি মেনে চলতে হবে। একই সঙ্গে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা জরুরি। বক্তারা দাবি জানান,পাঁচ দফা দাবির বাস্তবায়ন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সম্ভব নয়।
Leave a Reply