জকিগঞ্জে বর্ষা মৌসুমে বন্যার পানিতে ভেঙে যাওয়া সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ কিছুটা হলেও সরকারি উদ্যোগে মেরামত হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে কতটা টেকসই কাজ হয়, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জকিগঞ্জে খুব কম উন্নয়ন কর্মকাণ্ডই আছে, যেখানে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি হয়নি। প্রায় প্রতিটি উন্নয়ন কাজেই স্থানীয় এলাকার জনসাধারণ অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে গণমাধ্যমকে অবগত করে।
বলে রাখা দরকার, প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা মোকাবিলা করে জকিগঞ্জবাসীর জীবন কেটে যায়। লাগাতার ৫/৭ দিন বৃষ্টি হলে জকিগঞ্জের কোথাও না কোথাও সুরমা কিংবা কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যায়। দেরিতে হলেও বাঁধ সংস্কার হয় বা নতুন বাঁধ হয়। দুঃখজনক হলো, টেকসই বাঁধ হয় না। কারণ, অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন শুরুই হয় অনিয়ম ও দুর্নীতি দিয়ে। যেমনটা আমরা সুরমা-কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের কাজে প্রায়ই এলাকার মানুষ নিকট থেকে অভিযোগ পেয়ে থাকি।
প্রতিবছর বর্ষাকালে জকিগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর সহ ১২/১৪টি উপজেলা প্লাবিত করে লক্ষাধিক হেক্টরের ফসল ও হাওরাঞ্চলের বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে।
সেখানকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর তীর রক্ষায় জরুরি প্রকল্প নেয় সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কোনো প্রকল্পই যেন যথাসময়ে শেষ না করারই রেওয়াজ হয়ে গেছে। ফলে মেয়াদ শেষ হয়ে গেলেও এসব প্রকল্পের কাজ বেশীরভাগ সময় শেষ হয় না।
বিগত বন্যায় জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল, বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি, মাঝরগ্রাম, জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই ও শষ্যকুড়ি গ্রামে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ (ডাইক) ভেঙে লোকালয়ে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এ উপজেলার সকল দল মতের মানুষ সভা-সমাবেশ করে জরুরী মেরামত কাজের ব্যবস্থা করান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে যে তথ্য পাচ্ছি তা সন্তুষ্ট জনক নয়। শাক দিয়ে মাছ ঢাকার মতো কাজ হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
আমরা আশা করি, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সরেজমিন তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন। অন্যতায় সরকারের এই লক্ষ লক্ষ টাকা অনর্থক খরচ হবে। কাজের কাজ কিছুই হবেনা।
Leave a Reply