1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ জকিগঞ্জের আবুল হোসাইন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সম্মাননা লাভ জকিগঞ্জের শাহবাগ হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সতর্ক থাকা উচিত সুরমা-কুশিয়ারার নদীর ভাঙনে জরুরি মেরামত কাজ: অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছয়দফা দাবিতে জকিগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জকিগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জকিগঞ্জের তৌহিদা’র বিডিএস ডিগ্রী অর্জন এমবিবিএস কোর্স সম্পন্ন করলেন জকিগঞ্জের রাহিন আহমদ চৌধুরী

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সতর্ক থাকা উচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

এ কথা অনস্বীকার্য যে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমান সময়ে আধুনিক মানুষের দৈনন্দিন জীবনের বিরাট একটা অংশ দখল করে নিয়েছে। এর দ্বারা যেমন মানুষ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হচ্ছে, তেমনি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় এগুলোর মাধ্যমে মানসিক অস্থিরতা, সামাজিক বিশৃঙ্খলা, দাম্পত্য কলহ, ধর্মীয় বাদানুবাদ, রাজনৈতিক সহিংসতা, অশ্লীলতা-বেহায়াপনা এবং আইনবিরোধী ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বাড়ছে। এর বিপরীতে অনেক মানুষ এগুলোকে লেখাপড়া, জ্ঞানার্জন, ব্যবসা-বাণিজ্য, প্রচার-প্রসার, বিষয়ভিত্তিক কোর্স ও টিউটোরিয়াল, বিভিন্ন সমস্যা ও অসংগতি দূরীকরণে সামাজিক সচেতনতা সৃষ্টি, ইসলাম প্রচার, বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত, রোগ-ব্যাধি, ইসলামি বা বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ গ্রহণ, কল্যাণমুখী সামাজিক সম্পর্ক সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগাচ্ছে।

এর অর্থ হলো সোশ্যাল মিডিয়ায় আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন দু’টি দিক আছে। এখন ব্যবহারকারী আলোকিত পথে হাঁটবে না অন্ধকার অলিগলিতে ঘুরে নিজের ধ্বংস ডেকে আনবে সেটা তার ইচ্ছার ওপর নির্ভরশীল। কিন্তু একজন ভালো মানুষ হিসেবে আমাদের কীভাবে সেগুলো ব্যবহার করা উচিত?
প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়াকে অবশ্যই উপকারী ও কল্যাণকর কাজে ব্যবহার করতে হবে। কোনোভাবেই খারাপ ও ক্ষতিকর কাজে ব্যবহার করা যাবে না।
যেমন- অশ্লীলতার বিস্তার ঘটানো ও স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ, গোপন গোনাহের কাজ শেয়ার করা, কাউকে হেয় ও তুচ্ছ-তাচ্ছিল্য করা বা কারও প্রতি অন্যায়ভাবে ঘৃণা ছড়ানো, শরিয়তবহির্ভূত গিবত ও সমালোচনা করা, কাউকে গালাগালি, অপমান ও অপদস্ত করা, গর্ব-অহংকার প্রকাশ করা, কাউকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা, ভুয়া তথ্য প্রচার করা বা কারও প্রতি মিথ্যা অপবাদ ও ভিত্তিহীন অভিযোগ আরোপ করা, ধর্মীয় বা রাজনৈতিক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে উসকানিমূলক তথ্য, ফেক ছবি ইত্যাদি প্রচার করা, কারও একান্ত ব্যক্তিগত দোষত্রুটি ও গোনাহের কাজ সংক্রান্ত ছবি, ভিডিও বা স্ক্রিনশট শেয়ার করা, কুপ্রভাব সৃষ্টি করে এমন কনটেন্ট প্রকাশ করা, আল্লাহ, রাসুল, ইসলাম বা ইসলামি বিধিবিধানকে কটাক্ষ ও তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঠিক একইভাবে অন্য ধর্মের দেবদেবীকে গালাগালি করা বা সেগুলোর প্রতি অশালীন বাক্য ব্যবহার করা ইত্যাদি। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিংবা উপকারী নয় এমন বিষয় পোস্ট করাও অনর্থক কাজ। এর মাধ্যমে সময়, শ্রম, অর্থ ও মেধার অপচয় হয়। এসব কাজ ধর্মীয় দৃষ্টিতে যেমন খারাপ, তেমনি সামাজিকভাবেও নিন্দনীয়। আবার এগুলোর মধ্যে কিছু বিষয় দেশের আইনেও দণ্ডনীয় অপরাধ।
আমাদের সমাজের একটি বৃহৎ অংশ কোন ধরণের আইন কানুন না বুঝেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। ফলে প্রতিনিয়ত আমরা দেখি, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মারামারি-হানাহানি, মামলা-মুকদ্দমা থেকে শুরু করে খুন-খারাবীর মতো ভয়ংকর অপরাধ সংঘটিত হচ্ছে। না বুঝে পোস্ট ও কমেন্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা প্রকার সাইবার অপরাধ করছে। তাই বর্তমান সময়ের আধুনিক মানুষদের দেশের প্রচলিত আইন ও ধর্মীয় দৃষ্টি ভঙ্গির প্রতি খেয়াল রেখে সতর্কতার সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট