সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের বাসিন্দা ও অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হুসেইন। তিনি সিলেট ব্যবসায়ী ফোরামের হয়ে নির্বাচন করছেন বলে জানা গেছে।
ইমরান হুসেইন শুধু একজন সফল উদ্যোক্তাই নন; একাধারে তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার গভর্নিং বডির সভাপতি, বিপিআইএ’র কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, ইউসেপ সিলেটের সভাপতি, ওয়াপসার সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত আছেন।
ইমরান হুসেইন চেম্বারকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখব। অনলাইনভিত্তিক কার্যক্রম চালু করে ব্যবসায়ীদের মতামত ও অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, সরকারের বাণিজ্যনীতিতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মুখপাত্র হিসেবে কাজ করতে চান। স্থানীয় বাজার সম্প্রসারণ ও উদ্যোক্তা তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচালক পদে জয়ী হতে ব্যবসায়ীদের আস্থা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ইমরান হুসেইন।
Leave a Reply