জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহবায়ক হিসাবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ। শনিবার (৪ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক-এর সুপারিশক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর স্বাক্ষরিত একপত্রে আলহাজ্ব শাব্বীর আহমদ-কে আহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট জেলা যুব সংহতির সাবেক আহবায়ক আলতাফুর রহমান আলতাফ।
উল্লেখ্য যে, আলহাজ্ব শাব্বীর আহমদ জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও রাজনৈতিকভাবে জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে আসছিলেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে প্রথমে নিজ উপজেলা জকিগঞ্জ জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে উপজেলা জনগণের ভালোবাসায় জকিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর কর্মতৎপরতা দেখে জাতীয় পার্টি পরবর্তীতে তাকে জকিগঞ্জ-কানাইঘাট জাতীয় পার্টির সমন্বয়ক হিসাবে দায়িত্ব প্রদান করে। এরপর তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারী তাঁর উপর আস্থা ও বিশ্বাস রেখে পার্টির কঠিন দুঃসময়ে সিলেট জেলা জাতীয় পার্টির কাজকে আরও বেগবান করতে আহবায়ক হিসাবে মনোনয়ন দিয়েছেন।
Leave a Reply