সিলেটের জকিগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ সার্কেল অফিসে এ সৌজন্য সাক্ষাৎ মিলিত হন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আলোচিত হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন, মাদক ও জুয়ার বিস্তার রোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে গত সপ্তাহে নিখোঁজের পর ব্যবসায়ী নোমান উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য দ্রুত উদঘাটন ও প্রকৃত সকল খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ ও ইসলামী যুব আন্দোলন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমূখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমান বলেন, “জকিগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচিত হত্যাকাণ্ড গুলোর রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি আনতে প্রশাসন বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও অপরাধ দমনে আমরা আরও কঠোর হবো। তবে এই প্রচেষ্টায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
মতবিনিময়ে জকিগঞ্জ উপজেলাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply