চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার লড়ছেন জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসাইন ফাহিম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসমাইল ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং এ.এফ রহমান আবাসিক হলের আবাসিক ছাত্র। তার ব্যালট নম্বর-০৩।
শিক্ষার্থী অধিকার প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আবাসন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার নিয়ে ফাহিম এবার চাকসু নির্বাচনে অংশ নিয়েছেন। তরুণ এই প্রার্থী এরই মধ্যে হল এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেছেন।
নির্বাচনে বিজয়ী হতে তিনি এখন জকিগঞ্জবাসীর কাছে বিশেষভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি আশাবাদী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জকিগঞ্জের শিক্ষার্থীরা তাদের এই সন্তানকে বিপুল ভোটে জয়ী করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
ফাহিম বলেন, “আমি জকিগঞ্জের সন্তান হিসেবে সবসময় আমার এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কাজ করার এই সুযোগে আমি জকিগঞ্জবাসীর সমর্থন কামনা করছি। আপনাদের দোয়া ও ভোটে আমি জয়ী হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য যে, ইসমাইল হোসাইন ফাহিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মুহাম্মদপুর (কালিগঞ্জ) এলাকার আব্দুস শাকুর-এর ছেলে। তিনি ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বর্তমানে অধ্যয়নরত আছেন।
Leave a Reply