1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আলাপকালে জান্নাতুল ফেরদৌস মুন্নি: আমি আমার বাবা হত্যার বিচার চাই নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, ইচ্ছে করলে হাজার হাজার জনশক্তি নিয়ে প্রোগ্রাম করা যায়। কিন্তু এই কর্মশালা হচ্ছে কেবলমাত্র বিএনপির স্পোকম্যানদের জন্য। যারা প্রতিনিয়ত জনসাধারণের দুয়ারে দুয়ারে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে ধানের শীষের পক্ষে কাজ করবেন। এখন সারাদেশব্যপী নির্বাচনের হাওয়া বইছে। কিন্তু দলের প্রচারণায় অনেকেরই মনোনিবেশ নেই কারণ তারা নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা দলকে বাঁচিয়ে রাখতে চাই। বিএনপিকে জীবনে-মরনে সম্পৃক্ত করেছি। মরলেও বিএনপি, বাচলেও বিএনপি। তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দকে আরও গতিশীল এবং শক্তিশালী নেতৃত্ব তৈরি করতেই কর্মশালার আয়োজন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কর্মশালা শুরু করে গিয়েছিলেন।
তিনি মোটর সাইকেল মহড়া দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে বলেন- মাস্তানি-গুন্ডামি করে রাজনীতি আর হবে না। নতুন বাংলাদেশে হবে মেধার রাজনীতি। এজন্য জ্ঞান অর্জন করতে হবে, আগামীর জন্যে প্রস্তুতি নিতে হবে, জানতে হবে, আদর্শিক গুণাবলীর অধিকারী হতে পারলেই কেবল রাজনীতিতে নেতৃত্ব দেয়া যাবে। তিনি জকিগঞ্জে আগামীতে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত কনভেনশন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় “মেধাভিত্তিক ছাত্র রাজনীতি, চলমান ছাত্র রাজনীতিতে ঠিকে থাকতে করণীয়, সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে জবাব দেয়ার কৌশল, মাদক নির্মুলে তরুনদের ভূমিকা, বাড়ী বাড়ী গিয়ে নির্বাচনী প্রচারণা এবং ৩১ দফা তুলে ধরা, আমরা ধানের শীষে ভোট দেব কেন, প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেয়াসহ” নানান বিষয়ে বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরীর পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলায়ত করেন উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান।
কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন খান, মাজহারুল ইসলাম সেলিম, কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা সোলায়মান আহমদ, মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, কসকনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল হক চৌধুরী, জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম রাজন, যুবদল নেতা এস. রহমান সায়েম, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম ও এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি ওয়াসিমুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট