আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মনোনয়ন প্রত্যাশীরা। রোববার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তারা। বৈঠকে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মতামত নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে দলের একক প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেন। এছাড়া মনোনয়ন ইস্যুতে বিএনপির অবস্থান ও নির্দেশনা জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, সিলেট-৫ আসন থেকে আমাকে এবং চাকসু মামুনকে ডাকা হয়েছিল। মহাসচিব বৈঠকে বসে সিলেটের অন্যান্য আসনের নির্ধারিত মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে সিলেট-৫ আসন থেকে আমাকে এবং চাকসু মামুনকে ডাকেন। আমাদের নিয়ে বসে মহাসচিব বলেছেন, নির্বাচন তো একজন-ই করবেন। নির্বাচন তো সবাই করবেন না। তবে নির্বাচন যারা করবেন না তাদের কোন অবমূল্যায়ন করা হবেনা। তাদের যথা সময়ে যথা স্থানে মূল্যায়ন করা হবে। তাই সবাই মিলেমিশে এক সাথে থাকেন এবং এক সাথে কাজ করেন। দল যাকেই মনোনয়ন দিবে তাঁর পক্ষে সবাই এক সাথে কাজ করতে হবে।
ঠিক একই কথা জানান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চাকসু মামুন। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন বিএনপি মহাসচিব। মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে হবে তাঁর দিকনির্দেশনা দিয়েছেন মহাসচিব।
স্থানীয়ভাবে বিএনপির প্রার্থী তালিকায় আলোচনায় থাকা ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবী, শিক্ষানুরাগী ফাহিম আল্ চৌধুরী বলেন-ঢাকায় গুলশান অফিসে আমার যাওয়া নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, আমি সে বিষয়ে অবগত। আমন্ত্রণ আমি পেয়েছি, তবে উপস্থিত থাকার কোনো কারণ দেখি না। কারণ আমি রাজনীতিবিদ নই, কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তি! কোনো পদ বা স্বার্থের অনুসন্ধানেও নেই। আমি একজন সমাজকর্মী, মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য।
বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ আমি হৃদয় থেকে অনুসরণ করি, কিন্তু আমি সবসময় রাজনীতির বাইরে থেকেও দেশের ও মানুষের পাশে থাকার চেষ্টা করি।
যাঁরা রাজনীতিতে সক্রিয় আছেন, তাঁদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা। আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আগাম অভিনন্দন জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যুক্ত জোটকে সিলেট-৫ আসনের জন্য জানাই আগাম অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।
মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন- আমি যথারীতি দাওয়াত পেয়েই গিয়েছি। সেখানে আমি উপস্থিত ছিলাম। মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। কেউ কারো বিরুদ্ধে বিষোদ্গার না করতেও বলা হয়েছে। যাকে দেয়া হবে তার সাথে ঐক্যবদ্ধ কাজ করতে বলা হয়েছে। তবে কাউকে এককভাবে ইশারা বা ইঙ্গিত দেয়া হয়নি।
এ বিষয়ে জানতে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্যান্য একাধিক প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
জানা যায়, সিলেট বিভাগের অন্য আসনের ন্যায় সিলেট-৫ আসনের প্রার্থীদের নিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গুলশানে মহাসচিবের বৈঠক হয়। এতে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীরা, ‘প্রত্যেকের বক্তব্যে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টি উঠে আসে। এছাড়া স্থানীয় রাজনীতি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব-গ্রুপিং আছে তা দ্রুত নিরসন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। দল থেকে তৃণমূলের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে জরিপ করা হয়েছে। এটি এখনো অব্যাহত আছে। ত্যাগী, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ করে একক প্রার্থী দেওয়া হবে। দলীয় নির্দেশনায় বলা হয়েছে-একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাইকে দলের সিদ্ধান্ত মেনে, দলের প্রার্থীর হয়ে কাজ করে জয়ী করতে হবে। পরবর্তীতে সবাইকেই যার যার সাংগঠনিক দক্ষতা অনুযায়ী মূল্যায়ন করবে দল।’
উপস্থিত থাকা একাধিক মনোনয়ন প্রত্যাশী জানান, বৈঠক থেকে কাউকেই ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু বিচার বিশ্লেষণ করে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মহাসচিব মূলত দলীয় দিকনির্দেশনা দিয়েছেন। ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে বলে জানিয়েছেন। এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী কাউকে বাদ দেওয়া হয়নি, আবার কাউকেও মনোনীত করা হয়নি।’
Leave a Reply