1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট জকিগঞ্জ-শেওলা ভাঙা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এলাকাবাসী জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন ভারতে কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটের পাঁচ যুবক দেশে ফিরলেন প্রকৃতিতে শীতের আমেজ: যথাযথ সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান জকিগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত জকিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে এমপি প্রার্থী চাকসু মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি জকিগঞ্জ পৌর কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ-শেওলা ভাঙা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এলাকাবাসী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

অনেক বছর ধরে সড়কের অবস্থা খারাপ। স্থানে স্থানে গর্ত ও ভাঙন। এই অবস্থাতে যানবাহন চলা তো দূরে থাক, পায়ে চলাই ছিল কঠিন। গর্তে পানি জমে বিগত বর্ষাতে অবস্থা আরও খারাপ হয়েছে। কখন রাস্তার সংস্কার হবে, রাস্তা পাকা হবে। তারও ঠিক নেই। বিষয়টি নিয়ে জকিগঞ্জ এলজিইডি অফিস, উপজেলা নির্বাহী অফিসার এমনকি এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী ও সিলেটের জেলা প্রশাসকের নিকট বার বার গিয়ে কাকুতি মিনতি করে কাজের কাজ কিছুই হয়নি। পত্রপত্রিকায় এলাকার মানুষের দূর্ভোগের বিষয়টি বারবার সচিত্র প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের! এমন কঠিন পরিস্থিতিতে যাত্রীদের চলাচলের দুর্ভোগ কমাতে এলাকার লোকজন নিজেদের অর্থায়নে সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাসুম বাজারে এলাকার শতশত মানুষের উপস্থিততে এ কাজের শুভ উদ্বোধন করেন শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। কেউ দিয়েছেন টাকা। কেউ দিয়েছেন শ্রম। সম্মিলিত উদ্যোগে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলার জন্য এবার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন বীরশ্রী ইউনিয়নবাসী। তাঁরা বীরশ্রী ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটারজুড়ে এই সংস্কারকাজ শুরু করেছেন। দেশী ও প্রবাসীদের দেয়া অর্থে কাজটি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ। এতে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারি কারো উপস্থিতি ছিলনা। তবে সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে বীরশ্রী যুব সমাজ কল্যাণ সংস্থা, বীরশ্রী আলোর পথে সমাজ কল্যাণ সংস্থা, বীরশ্রী স্পন্দন ক্লাব, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন, খালপার হিলফুল ফুযুল যুব সংঘ ও শেরুলভাগ প্রাক্তন ছাত্র পরিষদ নিজ নিজ ব্যানার ও লোকজন নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এছাড়াও স্থানীয় বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ এ সময় ধন্যবাদ জানাতে আসেন।
বাস্তবায়ন পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী মজুর সভাপতিত্বে ও উদ্যোক্তা সমন্বয়ক জাহেদ আহমদ ফারহান সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদের সমন্বয়ক জয়নাল আবদীন, মো. আল মামুন কয়সর, মস্তফা কামাল, বদরুল ইসলাম, শাহাবুল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, নিজাম ওয়াজেদ, মাওলানা সেবুল আহমদ, রুহুল আমীন, হাফিজ মুস্তাক আহমদ, আবু সায়িদ মো. আশিক, আমজাদ হোসেন, আলী হোসেন, দেলোয়ার হোসেন পাশা, মাওলানা আব্দুল গণি, হারুনুর রশীদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা ছাইদুল ইসলাম ও ইফতেখার আহমদ রাশেদ প্রমুখ।
এলাকাবাসী জানান, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শেওলা-জকিগঞ্জ সড়কটি প্রায় দশ বছর ধরে ভেঙেচুরে আছে। এই সড়কটি জকিগঞ্জ উপজেলার মানুষ সিলেট শহরের সাথে যোগাযোগের সহজ একটি মাধ্যম। বিশেষ করে জকিগঞ্জ পৌরসভা, খলাছড়া ও বীরশ্রী ইউনিয়ন সহ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গর্ত। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে স্থানগুলো বিপজ্জনক হয়ে ওঠে। ভাঙা আর গর্তে ভরা এই রাস্তা দিয়ে যানবাহন চলার সুযোগ থাকে না। পায়ে চলাই মুশকিল হয়ে পড়ে। এই সড়ক দিয়ে জকিগঞ্জ কাস্টমস থেকে মালামাল নিয়ে সিলেট শহরে যাতায়াত করে মালবাহী বড় বড় ট্রাক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ কম সময়ে এবং সহজে সিলেট যাতায়াতে এই সড়ক ব্যবহার করেন। এলাকার অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী, স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ রোগী প্রতিদিন এই সড়ক দিয়ে সিলেট জেলা শহরসহ বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন। সড়কটি উন্নয়নের জন্য স্থানীয় মানুষ নানাভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো ফায়দা হয়নি। শেষমেশ নিজেরাই নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বীরশ্রী ইউনিয়নের সব কটি গ্রামের মানুষ বিভিন্নভাবে এই কাজে যুক্ত হয়েছেন। কেউ নগদ টাকা দিয়েছেন ইট-বালু কেনার জন্য। কেউ নিজেরা কাজ করার জন্য শ্রম ও মেধা দিয়েছেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। এটাই তাদের চলাচলের একমাত্র রাস্তা।
বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মাওলানা রুহুল আমীন বলেন- বছরের পর বছর ভেঙে থাকা শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অনেক গিয়েছি। সরকারের তরফ থেকে আশ্বাস শুনতে শুনতে আমাদের এলাকার মানুষের বেহাল অবস্থা। তাই শেষ পর্যন্ত ডিসি সাহেবের অনুমতি নিয়ে আমরা এলাকাবাসী নিজেদের অর্থে কাজ শুরু করেছি।
সমন্বয়ক ও শিক্ষক মামুন কাওছার বলেন, আপাতত আমরা বীরশ্রী ইউনিয়নের ১৫ কিলোমিটার অংশ সংস্কার করবো। অর্থের ব্যবস্থা হলে ইনশাআল্লাহ বাকি অংশও সংস্কার করা হবে।
সমন্বয়ক প্রবাসী জাহেদ আহমদ ফারহান বলেন- সরকার যেখানে ব্যার্থ, সেখানে আমাদের বীরশ্রী ইউনিয়নের ব্যক্তিবর্গদের সহযোগিতায় শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছি। এ ক্ষেত্রে আমাদের এলাকার প্রবাসীদের অবদান অতুলনীয়। বিশেষ করে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে হয়। কারণ উনারা উদ্যোগ গ্রহণের ৪৩ দিনের ভিতরেই এই মহতি কাজ শুরু করতে সক্ষম হয়েছেন।
শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী মজু বলেন- আল্লাহ’র মেহেরবানীতে আমরা অল্প দিনের পরিশ্রমে এই বিশাল রাস্তার সংস্কার কাজ করার সাহস পেয়েছি। বিশেষ করে দেশী-বিদেশী অনেক ভাই আমাদের বিশ্বাস করে টাকা দিয়ে সহযোগিতা করার জন্য আজ আমরা এই কাজ বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- আমরা এই সড়ক সংস্কারের জন্য সব জায়গায় গিয়েছি। মেম্বার-চেয়ারম্যান থেকে শুরু করে ডিসি পর্যন্ত গিয়ে কোন কাজ হয়নি। শেষ পর্যন্ত আমাদের বীরশ্রী ইউনিয়নের দেশী ও প্রবাসীদের অর্থায়নে আজ সংস্কার কাজ শুরু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট