বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা সভাপতি হাফিজ ফজলুল করিম-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ আহমদ মুন্নার পরিচালনায় সভার শুরুতে দারসে কোরআন পেশ করেন জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল করিম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি ছাত্রনেতা সালমান আহমদ।
দিনব্যাপী আয়োজিত এ কর্মী শিক্ষা সভায় বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন সিলেট জেলা (পুর্ব) শাখার সাবেক সভাপতি মাওলানা মুজিবুর রহমান খাঁন, সিলেট জেলা (পূর্ব) শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত, জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক ব্যবসায়ী সমরুল ইসলাম, খালেদ আহমদ ও খায়রুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী শিক্ষাসভার ফাঁকে দারসে কোরআন আলোচনার লিখিত পরীক্ষা ও বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর এবং দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।
Leave a Reply