রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাদুল উলামা শাহ সুফি আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব কিবলাহ (রহ.)–এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ মাগরীব বালাউট দারুল কুরআন মাদ্রাসায় ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ এ সভার আয়োজন করে। ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা মুফতি শাহ মো. উবায়দুর রহমান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আগামী ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে ব্যাপক আলোচনা হয়। ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটির স্বাগত বক্তব্যে সুচীত এ সভায় আমন্ত্রিত মেহমান হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, শ্রীপুর কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আজির উদ্দিন বরমচালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী ও ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. হাবিবুর রহমান, মাওলানা শাহ মাশুকুর রহমান, শাহ মো. মুছাদ্দিকুর রহমান, মাওলানা শাহ মো. মুনিবুর রহমান বালাউটি, কামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গণী, জালালাবাদ জামে মসজিদের মুতাওয়াল্লি আকরাম আলী, রতনগঞ্জ আঞ্চলিক শাখা আল ইসলাহ-এর সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ ও মরিচা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ জিল্লুর রহমানসহ বালাউটি ছাহেব (রহ.)-এর মুরিদ, মুহিব্বিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব কিবলাহ্ (রহ.)-এর জীবনাদর্শ, আধ্যাত্মিকতা ও সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ঈসালে সাওয়াবের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২৫ ডিসেম্বর শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে সফল ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply