জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামীম হযরত মাওলানা ক্বারী আব্দুল লতিফ খাদিমানী ছাহেব (রহ.)-এর ২৯তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত থানাবাজার মাদ্রাসা জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত খাদিমানী ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর খতমে কুরআন, খতমে খাজেগান শরীফ, মিলাদ শরীফ, দোয়া-দুরুদ, জিকির-আজকার, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ-এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শিহাব উদ্দিন খাদিমানীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ নজমুল ইসলামের পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সাদিকুর রহমান খাদিমানী ও থানাবাজার মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আলী হোসেন।
এছাড়াও স্থানীয় আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান ও শামসুল হক।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন- হযরত খাদিমানী ছাহেব (রহ) নিজের ভাইয়ের মতো ছিলেন। আল্লামা ছাহেব কিবলাহ্ ফুলতলী (রহ.) উনাকে খুবই মহব্বত করতেন। আজ খাদিমানী ছাহেব দুনিয়াতে নেই। মানুষ দুনিয়া থেকে চলে গেলে তাঁর কাজের মাধ্যমে স্মরণ করা হয়। খাদিমানী ছাহেব সে কাজ দুনিয়ায় করে যেতে পেরেছেন।
উল্লেখ্য যে, হযরত মাওলানা ক্বারী আব্দুল লতিফ খাদিমানী ছাহেব ১৯৩১ সালের কোন একদিনে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের ক্বারী তৈয়ব আলী ও নুরুন্নেছা চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি পুরো সময় পবিত্র কুরআনের খেদমতে কাটিয়েছেন। ১৯৯৬ সালের ২৪ শে সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।
Leave a Reply