বিভিন্ন দাবিতে ৬ ডিসেম্বর ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে জকিগঞ্জে সমমনা ৮ দলের যৌথ উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর মিছিলটি শুরু হয়ে পুরো জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্বরে এক পথসভায় মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জুবায়ের আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম ও বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আহমদ প্রমূখ।
মিছিল ও পথসভা থেকে বক্তারা ৬ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
Leave a Reply