ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে জকিগঞ্জ শহরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহসিনুল হক কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান।
বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সৈয়দ মারজান আহমদ, আবুল কাশেম ও মিজানুর রহমান কামরান প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহসিনুল হক কিবরিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। উপজেলা কমিটির নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোঃ শাহ আলম, সহ মিজানুর রহমান তাপাদার ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। জকিগঞ্জ পৌর শাখার নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন সভাপতি ছিদ্দিকুর রহমান, সহ সভাপতি লায়েক আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান। পরে নবনির্বাচিত জকিগঞ্জ উপজেলা ও পৌর দায়িত্বশীল বৃন্দকে শপথ পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি।
Leave a Reply