আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ও বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচনী তৎপরতা বৃদ্ধি করেছেন। বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন গ্রামে সুরমা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নদী ভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা শোনেন। স্থানীয়রা দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় জকিগঞ্জ-কানাইঘাটের জমিয়ত নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও ওইদিন তিনি জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে জমিয়ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে তিনি ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা ও ইছামতি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ওইদিন সন্ধ্যায় তিনি জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জকিগঞ্জ বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদের ডাকাতির শিকার হওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply