সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ ক্যাম্প এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আমলশীদ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের দায়ে স্থানীয় আমলশীদ গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে নূরে আলম (২২) কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের প্রস্তুতি চলছিল।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply