শুভ নববর্ষ। নববর্ষের মূল সুর হলো নতুনের আগমন। আর নতুন মানেই নতুন জীবন ও নতুন আশা। পুরোনোর অর্জনকে রক্ষা আর ব্যর্থতা ডিঙানোর সুযোগই নতুন দিনের প্রধান বার্তা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তাই বলা যায়, ‘নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু-/এসো এসো নূতন দিবস!/ ভরিলাম পুণ্য অশ্রুজলে/ আজিকার মঙ্গলকলস। ইংরেজী নববর্ষে সবার মঙ্গল হোক।’ ২০২৫ সাল চিরতরে পেছনে চলে গেল। ২০২৬ সালের নতুন সূর্যের আগমন যেন জানিয়ে দিল-জীবন বয়ে চলেছে সামনের দিকে। সবার সব শুভ স্বপ্ন বাস্তবায়নের বছরব্যাপী সুযোগ আমাদের সামনে। জকিগঞ্জে গত বছর যা কিছু আমরা হারিয়েছি, বা যা কিছু ঘটেছে তার বেশ কিছু ঘটনা ছিল দুঃখজনক।
যেমন-সদ্য বিদায়ী বছরে সিলেটের সীমান্ত জনপদ জকিগঞ্জে ঘটেছে নানা ঘটনা। সেসব ঘটনায় নাড়া দিয়েছিল সারা জেলা তথা দেশের মানুষের মনে। কিছু ঘটনা উজ্জীবিত করেছে, কিছু ঘটনা কাঁদিয়েছে গোটা উপজেলার মানুষকে। আবার কিছু ঘটনা নিয়ে এখনও চলছে নানা আলোচনা-সমালোচনা। ২০২৫ সালে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে। জকিগঞ্জ উপজেলার এরকম ঘটনার মধ্যে ছিল আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর মৃত্যুসহ অসংখ্য ব্যক্তিবর্গের না ফেরার দেশে চলে যাওয়া। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন ও বিএসএফের বাঁধার বিষয়টি আমাদের গেল বছর জুড়ে পীড়া দিয়েছে।দালালের হাতধরে সৌদি আরব গিয়ে নির্মম নির্যাতনে নিহত হয়েছিল আমলশীদ গ্রামের আব্দুস সামাদ। ব্যবসায়ী নোমান উদ্দিন সহ একাধিক খুনের ঘটনা আমাদের কলঙ্কিত করেছে। গণধর্ষণ ও ধর্ষণের মতো জঘন্যতম ঘটনাও ঘটেছিল জকিগঞ্জে। ঘনঘন সড়ক দূর্ঘটনা ও সড়ক দূর্ঘটনায় শতাধিক ব্যক্তি আহত ছাড়াও প্রায় অর্ধশতাধিক ব্যক্তির প্রাণহানীর ঘটনাও জকিগঞ্জবাসীকে অস্থির করে রেখেছিল। বিভিন্ন ধরনের দুর্ঘটনা, পানিতে পড়ে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যার ঘটনা ছিল উল্লেখযোগ্য। মসজিদ নিয়ে হিন্দু যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য ব্যাথিত করেছিল পুরো মুসলিম সমাজকে। জকিগঞ্জ সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ অনুপ্রবেশ ও সবজি ক্ষেত নষ্ট করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। চুরি, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধে গোটা উপজেলা ছিল আতংকগ্রস্ত।
আমাদের প্রত্যাশা-জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন বছরে এই সংকটের উত্তরণ হবে। সারা বিশ্বের শান্তিকামী মানুষের মতো আমাদেরও প্রত্যাশা নতুন বছরে অপরাধমুক্ত হবে জকিগঞ্জ, বিদ্যমান সংকটের অবসান ঘটবে। আঁধার পেরিয়ে নতুন আশার আলোয় উজ্জীবিত হবে জকিগঞ্জের মানুষ।
পরিশেষে আমরা আমাদের সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমরা মনে করি, আপনারাই আমাদের অনিঃশেষ প্রেরণার উৎস।
Leave a Reply