সকল প্রকার অপরাধ নির্মূলে ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা চেয়েছেন জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশলবিনিময় শেষে তিনি এ সহযোগিতা কামনা করেন।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন কুশলবিনিময়কালে বলেন. ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। এছাড়া মাদক একটি পরিবারকে ধংস করে দেয়। মেধাবীদেরকে মেধাহীন করে তুলে। তাই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সকলের নৈতিক দায়িত্ব।
ওসি বলেন, এখন থেকে জকিগঞ্জ থানায় পুলিশি সেবা পেতে কোন ধরণের হয়রানী হতে হবে না। থানায় জিডি কিংবা মামলা সংক্রান্ত বিষয়ে কাউকে কোন টাকা পয়সা দিতে হবেনা। কেউ দালালদের খপ্পরে পড়ে হয়রানীর স্বীকার হবেন না। মামলা কিংবা জিডির জন্য কেউ টাকা পয়সা দাবী করলে থানার ওসি বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরোও বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ জনগণের পাশে থেকে আগামীতে বন্ধুর মত কাজ করবে। এ ক্ষেত্রে তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচতে জনগণকে সচেতন থাকার অনুরোধ করেন।
Leave a Reply