ভোটের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর জকিগঞ্জ উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর শিবগঞ্জস্থ সিলেট জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের উপস্থিতিতে উপজেলার ৯টি ইউনিয়ন-এর ৪৫ জন ভোটারের মতামতের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি মোঃ শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
উল্লেখ যে, ঘোষিত কমিটির বিষয়টি নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও তাদের সমর্থকরা জানিয়েছেন। তবে এখনো সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত কোন কাগজ এখনো আমাদের হাতে পৌছায়নি। তবে ভোটের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা বিএনপির উল্লেখিত ৫ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জেলার অনেক নেতা আমাদের জানিয়েছেন।
Leave a Reply