জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের সহধর্মীণী নারী আনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও গুনগ্রাহী রেখে যান।
মরহুমার বড় ছেলে লেখক ও গবেষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল জানান, রোববার (৩০ জানুয়ারি) রাত ৭ টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার (৩১ জানুয়ারী) বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাইগ্রামের পার্শ্ববর্তী আল হাবীব জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে পিতার অনুমতিক্রমে ইমামতি করেন আল্লামা মুহাদ্দিস ছাহেবের বড় ছেলে দারুল হাদীস লতিফিয়া ইউ.কে-এর শিক্ষক মাওলানা আব্দুল আব্দুল আউয়াল হেলাল। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, ইছামতী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, আমেরিকা প্রবাসী হাফিয মাওলানা আবূ আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, জকিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী, কালিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান, থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন খাদিমানী, লেখক মাওলানা পিয়ার মাহমুদ, এজেএম শিহাব, জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, ৩নং কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ. রশীদ বাহাদুর, ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, প্রবাসী খেলাফত মজলিস নেতা মাওলানা সালেহ আহমদ, কবি আহমদ সিদ্দিক চৌধুরী হাছান ও শিক্ষক মাসুম আহমদ খান সহ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন শাখার নেতৃবুন্দ।
Leave a Reply