1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামের দৃষ্টিতে মানবসেবা জকিগঞ্জে নিখোঁজের তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠলো হাসিম আলীর লাশ সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে জকিগঞ্জে ঝুঁকিতে সুরমা-কুশিয়ারা’র বেড়িবাঁধ জকিগঞ্জের বাইচের নৌকা ডুবে একজন নিখোঁজ কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জকিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক-১ জকিগঞ্জের জুনেদ চৌধুরী’র মানবিক উদ্যোগ: বেওয়ারিশ মানুষের জন্য জমি দান করলেন ইকবাল দম্পতি! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ-কানাইঘাট খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জকিগঞ্জে আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত/নিবন্ধনকৃত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মানবিক মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ উদীয়মান তরুণ জকিগঞ্জের গর্বিত সন্তান ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস। গত শনিবার (২৬ এপ্রিল) বিএমবিএফ-এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিএমবিএফ-এর সচিব/নির্বাহী পরিচালক এস.এম. সাইফুর রেজা স্বাক্ষরিত একপত্রে তাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

জানা যায়, সবুজ বিশ্বাস ইতিপূর্বে বিএমবিএফ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত কড়ইমুড়া গ্রামের রন্টু বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস বলেন, সিলেট জেলা পর্যায়ে মর্যাদা সম্পন্ন দায়িত্ব শুধু আমার প্রাপ্তি নয়, বরং এটি জকিগঞ্জবাসীর সম্মান ও পরিচয়ের এক নতুন উজ্জ্বল অধ্যায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সামাজিক দায়িত্ববোধ, মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা এবং নিরবচ্ছিন্ন কর্মতৎপরতা এই সিদ্ধান্তের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সংবেদনশীল নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে আমি এই পদে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি।
এদিকে সবুজ বিশ্বাস বিএমবিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
এলাকাবাসী মনে করেন, সবুজ বিশ্বাসের মতো একজন সৎ, মেধাবী ও নিবেদিতপ্রাণ নেতা জেলা পর্যায়ে মানবাধিকার বাস্তবায়নের কাজকে নতুন গতিতে এগিয়ে নেবেন। তার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং মানবিক নেতৃত্ব জেলা জুড়ে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবে বলে এলাকাবাসী প্রত্যাশা। তাকে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছেন। তাদের মতে, জকিগঞ্জের জনগণের হৃদয়ে তিনি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন, আর এখন এই পদায়নের মাধ্যমে সেই সম্মান আরও বিস্তৃত পরিসরে প্রতিষ্ঠা পেল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট