1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের মোটর সাইকেল আরোহী যুবক নিহত জকিগঞ্জে ওএমএসের চাল ও আঠা বিতরণে অনিয়মের অভিযোগ স্মরণ সভায় বক্তারা: মাজেদ আহমদ চঞ্চল মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল জকিগঞ্জে খেলাফত মজলিসের শক্তিশালী শাখা গড়ে তুলতে হবে– মাওলানা নেহাল আহমদ বিচারপতি মানিক কানাইঘাটের দনা সীমান্তে বিজিবি’র হাতে আটক জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ওসি মোঃ আব্দুল লতিফ তরফদারের মতবিনিময় জকিগঞ্জে ছাত্র আন্দোলনে আহত অবস্থায় চিকিৎসাধীন শিক্ষার্থী আব্দুল মালিক সকলের দোয়া প্রার্থী জকিগঞ্জ থানা পুলিশের হাতে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৩ জকিগঞ্জে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক: মোটরসাইকেল জব্দ জকিগঞ্জের আমলশীদে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের আল-মাদানী পরিষদের সংবর্ধনা প্রদান

ঈদে জমে উঠেছে জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক জুড়ে এখন ঈদের আমেজ। ঈদের দিন দুপুর থেকেই আজ অবধি দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদুল ফিতর উপলক্ষে পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংযোজন করা হয়েছে নতুন নতুন অনেক রাইডস।

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের অদূরে প্রায় আট একর জমির ওপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন পার্কটিতে রয়েছে গ্রামীণ পরিবেশে আনন্দ উপভোগ করার মতো চমৎকার নানা আয়োজন। নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে রয়েছে শৈশব, কিডস জোন, ট্রেন রাইড, মেরিকো রাউন্ড রাইড, কাপ রাইড, ছোটদের বাম্পার কার, মিনি ডিস্কো তাগারা, রাইনো বুল, বড়দের বাম্পার কার, হিউম্যান গাইরোস্কোপ, হর্স রাইড, বন্ধুক, তীর ধনুক ও প্যাডেল বোটসহ বিনোদনের নানা সুবিধা। ফলে যেকোনো বয়সী মানুষের ঈদ বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় এ পার্ক।
সরেজমিন দেখা যায়, জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে প্রবেশ মূল্য বড়দের জন্য ১০০ টাকা আর ছোটদের জন্য ৫০ টাকা। এছাড়া রাইডপ্রতি ৫০-১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এসব রাইডে শিশুদের পাশাপাশি বড়রাও চড়ছেন। পার্কের ভিতরে খেলাধুলার জন্য রয়েছে ইনডোর ফুটবল, ইনডোর ব্যাডমিন্টন ও এইট বল।
এছাড়াও জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক-কে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে সুন্দর পরিবেশে উন্নত মানের খাবারের “আড্ডা রেস্টুরেন্ট”, বিয়ে-শাদী ও ওয়ালিমা সহ সব ধরণের অনুষ্ঠানের জন্য জান্নাত কনভেনশন হল, গাড়ি ভাড়া সার্ভিস, জান্নাত এল.পি.জি. ফিলিং স্টেশন ও ওয়েল কর্নার।
বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা নাবিলা নামের এক শিশু বলে, ‘বাবা-মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে খুব ভালো লাগছে। ঈদের সময় আরও বেশি মজা হচ্ছে।’
কানাইঘাট থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা জামিল আহমদ বলেন, ‘ঈদ মানে আনন্দ। তাই বন্ধুরা মিলে জান্নাত পার্কে ঘুরতে এসেছি। নিরিবিলি পরিবেশে পার্কটিতে ঘুরতে অন্যরকম মজা।’
দশ বছরের মেয়ে আবিদা-কে নিয়ে শিশু পার্কে এসেছেন জাহানারা আক্তার চৌধুরী। তিনি বলেন, ‘ঈদতো শিশুদের। তাই মেয়েকে নিয়ে এলাম। অনেক ভিড়। একেকটা রাইডে উঠতে প্রচুর সময় চলে যাচ্ছে। তারপরও মেয়েটা আনন্দ পাচ্ছে। তাতেই আমি খুশি।’
জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক কামরান আহমদ চৌধুরী জকিগঞ্জ সংবাদকে বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক খোলা থাকছে। প্রবেশে লাগে বড়দের জন্য মাত্র ১০০ টাকা ও ছোটদের জন্য ৫০ টাকা। অন্যান্য রাইডগুলোও নামমাত্র মূল্যে ব্যবহার করা যায়।
তিনি আরও বলেন, জকিগঞ্জ উপজেলা তথা পূর্ব সিলেটে তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় এ পার্কটি গড়ে তোলা হয়েছে। সব বয়সী মানুষের সুস্থ বিনোদনের কথা চিন্তা করেই পার্কে নতুন নতুন রাউডসহ বিভিন্ন উপকরণ যুক্ত করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট