1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তলব জকিগঞ্জে কওমী মাদ্রাসার ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করেছে জনকল্যাণ সোসাইটি রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন মস্তাক আহমদ পলাশ সিলেট-৫ আসন: মনোনয়ন জমা দিলেন ৮ জন প্রার্থী সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি’র মতবিনিময় সিলেট-৫ আসন থেকে এমপি পদে নির্বাচন করতে পারেন ফারুক চৌধুরী জকিগঞ্জে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার জকিগঞ্জ প্রেসক্লাব জকিগঞ্জ উপজেলা

জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম সুরমা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শুরু হয়ে নৌকাবাইচ শেষ হয় সন্ধ্যায়। সুরমা নদীর বুকে পড়ন্ত বিকেলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন শতশত দর্শক। দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ দেখে দারুণ খুশি দর্শকরা। ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকা ও মরিচা গ্রামের যুব সমাজ এবার প্রথম বারের মতো এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল। তবে প্রতি বছর আটগ্রাম বাজার সংলগ্ন সুরমা নদীতে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার সেই নৌকা বাইচ প্রতিযোগিতা না হওয়ায় এলাকার যুব সমাজ ছোট করে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। নৌকা বাইচ উপভোগ করতে সুরমা নদীর দুই পাড়ে উৎসুক হাজার হাজার দর্শক জড়ো হয়। আবার অনেকেই ছোট বড় নৌকা নিয়ে এ প্রতিযোগিতা দেখতে আসে।
এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৩টি দল অংশ গ্রহণ করেছে। নৌকা বাইচের দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার। নৌকাবাইচ চলাকালে আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। বাদ্যের তালে তালে ও নানা রঙের পোশাক পরে গ্রামবাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল উৎসব মুখর। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য সালেহ আহমদ কবীর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাহ ইকবাল আহমদ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজলসার ইউপি সদস্য চুনু মিয়া, সাবেক ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী, শ্রী রাতুল বিশ্বাস, শ্রী সুজিত বিশ্বাস, সমাজসেবী জামাল উদ্দিন ও মোস্তফা উদ্দিন প্রমূখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জামালপুর ধর্মলালের নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করে জামালপুর নিকুঞ্জের নৌকা আর তৃতীয় স্থান অর্জন করে সোনাপুর গ্রামের নৌকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে খাসি, ২৪ ইঞ্চি ট্রফি ও ১৬ ইঞ্চি ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। দর্শনার্থীদের দাবি, এমন আয়োজন যেন প্রতিবছর করা হয়। আয়োজক কমিটি জানায়, পরিবেশ-পরিস্থিতি অনুকূল থাকলে প্রতিবছর এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট