1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ জকিগঞ্জে জানাজার শৃঙ্খলার নিয়ে ওসি’র সাথে সৃষ্ট জটিলতার নিরসন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী’র ইন্তেকাল: জানাজা বিকাল সাড়ে ৪টা সিলেট ‘শান্তিবাগ সোসাইটি’র নতুন কার্যকরী কমিটি গঠন জকিগঞ্জের ইকবাল আহমদ সিলেট জেলা কৃষকদলের আহবায়ক মনোনীত: উজ্জীবিত নেতাকর্মীরা

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে সোনালী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ১২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট বিভাগে এই প্রথম জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ ঘটিকায় কালিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে লাইভ অপারেশন উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংক লিমিটেড জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন।
জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর স্বত্বাধিকারী বেলাল রাব্বানী তাপাদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড-এর সিলেট প্রিন্সিপাল শাখার আইটি অফিসার অনিক, জকিগঞ্জ শাখার সিনিয়ার অফিসার মোহাম্মদ আলী, মোঃ মনিরুজ্জামান, ৯নং মানিকপুর ইউনিয়নের বিগত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগ সভাপতি সজল কুমার সিংহ ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সোনালী ব্যাংক কালিগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকি আউটলেট শাখা উদ্বোধনকালে এজেন্ট ব্যাংকিং পরিচালনা ও গ্রাহক সেবার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড জকিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সোনালী ব্যাংক কালিগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার স্বত্বাধিকারী বেলাল রাব্বানী তাপাদার বলেন, সোনালী ব্যাংক লিমিটেড মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তি সমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় নতুন সোনালী ব্যাংক লিমিটেড কালিগঞ্জ বাজার আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তি সমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট