1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী কারাগারে খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম– মোঃ আব্দুল হালিম সিলেটের জকিগঞ্জে বিএসএফের বাঁধায় আটকে আছে শতকোটি টাকার পাম্প হাউস! জকিগঞ্জে টপ-টেন বিজনেস গ্রুপের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট জকিগঞ্জের কামালপুর গ্রামের নিজস্ব অর্থায়নে কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন! জকিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম. ফরিদ উদ্দিন জকিগঞ্জে টমটম-মোটরসাইকেল ও ঠেলাগাড়ির ত্রিমূখী সংঘর্ষে যুবক নিহত: আহত-৩ জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন জকিগঞ্জের গোটারগ্রামে এক রাতে ৭টি দোকানে চুরি! নিঃস্ব স্বল্প পূজির ব্যবসায়ীরা

জকিগঞ্জের ঘেচুয়া উবায়দুল হক একাডেমিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ঘেচুয়া পূর্ব মসজিদ সংলগ্ন নির্মানাধীন এন.আর.বি. উবায়দুল হক একাডেমিতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় একাডেমিক ভবনে প্রস্তাবিত মাধ্যমিক বিদ্যালয় আগামী নতুন বছরে পাঠদান শুরুর লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তাহির আলীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান ও গীতাপাঠ করেন নিপেন্দ্র বিশ্বাস।
সংগঠক নবাব আব্দুল হক ও আব্দুস শহীদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও মহিলা ভাইস মাজেদা রওশন শ্যামলী।
সভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুস সুবহান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম, ক্যাডেট কেয়ার একাডেমির পরিচালক কে.এম.মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিসুর রহমান মেখন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খান ও জাপা নেতা আব্দুল আহাদ প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান লুকন, বারঠাকুরী ইউনিয়ন-এর সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, হানিফ আহমদ সুমন, এলাকার মুরব্বী হাজী রায়হান উদ্দিন, আব্দুল আজিজ, ইয়াসিন আলী, কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আব্দুল মুকিত, বুরহান উদ্দিন, আব্দুল কুদ্দুস, মাওলানা ফয়েজ আহমদ, তুতিউর রহমান, আবুল কালাম আজাদ, উবায়দুল হক, শামীম আহমদ, আব্দুল আহাদ, মুজম্মিল আলী, সেলিম আহমদ, মুজিবুর রহমান, মাছুম আহমদ, কামাল আহমদ ও রাহাত আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রবাসী উবায়দুল হক এই প্রতিষ্ঠান নির্মাণ করে এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এখন এই প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব পুরো এলাকাবাসীর। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ আন্তরিক হলে এ প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাবে। এ ক্ষেত্রে শিক্ষার গুণগতমান বাড়াতে হবে। শিক্ষার গুণগত মান ঠিক থাকলে অভিভাবকরা প্রতিষ্ঠানের রাস্তা-ঘাট আর বিল্ডিং খোঁজবেন না। কষ্ট করে হলেও এ প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাবে। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে উবায়দুল হক একাডেমিতে আসবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট