জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার ছাত্রবাসের পুকুরে ডুবে সাদিছ জামাতের এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন ছাত্রাবাসের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ উদ্দিন (১৮) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা (ইলাশপুর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে। সে চলতি বছরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান কেন্দ্রের সহকারী নাজিম মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান জকিগঞ্জ সংবাদকে বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ওই ছাত্রকে সহপাঠিরা খোঁজে পাওয়া যাচ্ছিলেন না। সন্ধ্যার দিকে বিষয়টি কর্তৃপক্ষে অবগত করলে সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা যায় সে গোসলে গিয়ে আর ফিরেনি। পুকুর ঘাটে তার কাপড় ও সাবান পাওয়া যায়। পুকুরে অনেক খোঁজাখুজির পর রাতে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে নিহত ছাত্র রিয়াজ উদ্দিনের পরিবারের সাথে জকিগঞ্জ সংবাদ যোগাযোগের চেষ্টা করে পরিবারের কাউকে পায়নি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, খবর পেয়ে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশের ছুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত ছাত্রের পরিবারের লোকজন আসলে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply