1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি’র মতবিনিময় সিলেট-৫ আসন থেকে এমপি পদে নির্বাচন করতে পারেন ফারুক চৌধুরী জকিগঞ্জে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার জকিগঞ্জ প্রেসক্লাব জকিগঞ্জ উপজেলা জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট জকিগঞ্জে ইভটিজিং করায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড ‘রেদ্বওয়ান মাহমুদ কর্মগুণ ও বিনয়ী আচরণে সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন’-মৃত্যুবার্ষিকীতে বক্তারা দেশে সরকারের পাশাপাশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আশরাফুল আম্বিয়া

জকিগঞ্জে দশ হাজার বন্যা কবলিত মানুষের পাঁশে হাফিজ মজুমদার এমপি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলমান বন্যা পরিস্থিতিতে জকিগঞ্জ উপজেলার বন্যা কবলিত দশ হাজার মানুষের পাঁশে দাঁড়িয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার। এমপি’র ব্যক্তিগত অর্থায়নে ও জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী’র সার্বিক তত্ত্বাবধানে গত এক সপ্তাহ থেকে উপজেলা জুড়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ জুলাই) দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া, খলাছড়া ইউনিয়নের বনগ্রাম-মুলিকান্দি ও কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর-জামালপুর গ্রামের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এম.জি.বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সওদাগর সেলিম, খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক চৌধুরী মানিক ও আব্দুল মালিক মলিক সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় সংসদ আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার ও আমার যৌথ ব্যবস্থাপনায় এবং জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত দশ হাজার পরিবারের পাঁশে দাঁড়িয়েছি। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া মহল্লা হয়ে এসব খাদ্য সামগ্রী প্রতিটি বন্যা কবলিত বাড়িতে পৌঁছে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আমরা সব সময় মানুষের পাঁশে আছি।
এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জকিগঞ্জে সরকারি সহযোগিতার পাঁশাপাঁশি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড.হাফিজ আহমদ মজুমদার ও জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী যেভাবে বন্যা কবলিত মানুষের পাঁশে দাঁড়িয়েছেন তা কল্পনীয়। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় যেভাবে তৃণমূল পর্যায় ত্রাণ বিতরণ হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট