1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের মোটর সাইকেল আরোহী যুবক নিহত জকিগঞ্জে ওএমএসের চাল ও আঠা বিতরণে অনিয়মের অভিযোগ স্মরণ সভায় বক্তারা: মাজেদ আহমদ চঞ্চল মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল জকিগঞ্জে খেলাফত মজলিসের শক্তিশালী শাখা গড়ে তুলতে হবে– মাওলানা নেহাল আহমদ বিচারপতি মানিক কানাইঘাটের দনা সীমান্তে বিজিবি’র হাতে আটক জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ওসি মোঃ আব্দুল লতিফ তরফদারের মতবিনিময় জকিগঞ্জে ছাত্র আন্দোলনে আহত অবস্থায় চিকিৎসাধীন শিক্ষার্থী আব্দুল মালিক সকলের দোয়া প্রার্থী জকিগঞ্জ থানা পুলিশের হাতে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৩ জকিগঞ্জে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক: মোটরসাইকেল জব্দ জকিগঞ্জের আমলশীদে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের আল-মাদানী পরিষদের সংবর্ধনা প্রদান

জকিগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেলেন ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৮২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় জকিগঞ্জের ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গৃহহীনদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন।
এ সময় ভূমিহীনদের মধ্যে জমির দলিলসহ এসব ঘর হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন সারাদেশের মতো সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসন। এ উপলক্ষে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোবারক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা প্রকল্প অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু তাহের চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ফরিদ মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ও আব্দুল মালিক মানিক প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় ধাঁপে মোট ৩৫টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। এর আগে জকিগঞ্জ উপজেলায় ১৩০টি ঘর উদ্বোধন করা হয়। সব মিলিয়ে এ উপজেলায় মোট ১৬৫টি ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট