1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ জকিগঞ্জের গোটারগ্রামে ইত্তেহাদুল কুরআন পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই শনিবার জকিগঞ্জ আসছেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত জকিগঞ্জ থানার নতুন ওসি জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু জকিগঞ্জ শাহগলি বাজার মনিটরিংয়ে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা জকিগঞ্জ-শেওলা ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগ জকিগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে সুরানন্দপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টে ৩৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টে ৩৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে জকিগঞ্জ সদর ইউনিয়নের সাজ্জাদ মজুমদার বিদ‍্যানিকেতন মাঠে অত‍্যন্ত ঝাকঝমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সম্মিলিত জাতীয় সংগীত ও অতিথিবৃন্দের জাতীয় পতাকা উত্তোলনে মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন অধ‍্যাপক মনছুর আহমদ ও গীতাপাঠ করেন সাবেক প্রধান শিক্ষক জ‍্যোতিষ চন্দ্র পাল। হাফিজ মজুমদার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. হাফিজ আহমদ মজুমদার এমপি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার।
ব‍্যাংকার খায়রুল আলম ও শিক্ষক শুভ্রকান্তি দাস চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড.কবির হোসেন চৌধুরী, পপুলেশন কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর উবায়দুর রব ও পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা মজুমদার।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অভিব‍্যাক্তি প্রকাশ করেন হাফসা মজুমদার প্রতিভা নিবাসের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাহ সানজিদা নাবিলাহ, তায়‍্যিবা সুলতানা, জোবেদ আলী মাধ্যমিক বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবা বিনতে একরাম, আল-ইহসান একাডেমির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইমা ফয়সল চৌধুরী মৌরী ও জকিগঞ্জ আইডিয়াল কে.জি. স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাবিহা নুর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল, পূবালী ব্যাংকের হাবিবুর রহমান, সিলেট জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য মস্তাক আহমদ পলাশ, ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ইমাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুনির আহমেদ কাদেরী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল প্রফেসর তসলিম উদ্দিন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল নিয়াজুর রহমান, স্কলার্স হোম মেজরটিলা ক্যাম্পাসের প্রিন্সিপাল ফয়জুল হক, শিবগঞ্জ ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ্বাস, পাঠানটুলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মো. আজিজুর রহমান, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের প্রিন্সিপাল রুমানা আক্তার, রাজনীতিবীদ এডভোকেট আব্বাস উদ্দীন, এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, ইউপি আব্দুস সাত্তার, আশরাফুল আম্বিয়া, মাওলানা আফতাব আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপূল সংখ‍্যক ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের অঞ্চলভূক্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০২৪ জন পরীক্ষার্থী এ মেধা-বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তন্মধ্যে প্রাথমিক স্তরে ৩৩৮ জন ও মাধ্যমিক স্তরে ৩০৮ জন কৃতি ছাত্র-ছাত্রীবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট