জকিগঞ্জে বাসের ধাক্কায় ফয়ছল আহমদ উরফে ফটল (৩০) নামের একজন ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ রমজান) ইফতারের পূর্বে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম মাদাননগর যাত্রী ছাউনির পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই টমটম চালক ফয়ছলকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে মৃত্যু বরণ করেন।
নিহত ফয়ছল আহমদ (ফটল) জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত ও দু’টি সন্তানের জনক। তার পারিবারিক অবস্থা খুবই অসচ্ছল বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে টমটম চালক ফয়ছল আটগ্রামের মাদাননগর এলাকায় আসেন। টমটম থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে গাড়ি ঘুরানোর সময় সিলেট থেকে আসা জকিগঞ্জমূখী একটি বাস টমটম গাড়িকে দিলে চালক গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা কেউ কোন অভিযোগ দেননি।
Leave a Reply