সিলেটে পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের বিতর্কিত নির্বাচন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না মর্মে রুল নিশি জারি করেছে হাইকোর্ট। রোববার (২৩ জানুয়ারী) ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ১নং ওয়ার্ডের অন্তর্গত পাঠানচক গ্রামের লুৎফর রহমান খানসহ ইউনিয়নের ১০ জন বিশিষ্ট নাগরিকের দায়েরী এক রীট পিটিশনের শুনানি শেষে এ রুল জারি করে আদালত। হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চে মাননীয় বিচারপতি মামনুন রহমান ও মাননীয় বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান রুল নিশি জারি’র পাশাপাশি নির্বাচন কমিশনে পিটিশনারদের দায়েরকৃত দরখাস্ত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন।
পিটিশনারদের পক্ষে শুনানি করেন হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী দিদার আলম কল্লোল। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্ণী জেনারেল বিপুল বাগমার।
Leave a Reply