সিলেটের আলমপুরে সড়ক দূর্ঘটনায় নিহত জকিগঞ্জের সিজান আল আমীন (১৮) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জের মঙ্গলসার জামে মসজিদের পাঁশে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, নিহত সিজান আল আমীন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের আলাউদ্দীন (আলাই ড্রাইভার)-এর ছেলে। সে ছোটকাল থেকে মায়ের সাথে বিয়ানীবাজার উপজেলার কাকুরা নাটেওর গ্রামে নানা বাড়িতে থাকতো।
ঘটনার দিন শনিবার বিকেলে মোটর সাইকেল যোগে সিলেট থেকে আসার পথে সিলেট নগরীর আলমপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দ্রুত গতির ওপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮ টার দিকে মৃত্যু বরণ করে। রাতে তার মৃতদেহ বাবা’র বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। জানাজার পূর্বে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, স্থানীয় হাড়িকান্দী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল ইসলাম, এলাকার মুরব্বী কবির আহমদ ও নিহতের চাচাতো ভাই মাওলানা আব্দুস সালাম।
জানাজায় এলাকার শতশত মুসল্লিবৃন্দ অংশ গ্রহণ করেন। জানাযার ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই মাওলানা আব্দুস সালাম।
এ ঘটনায় কোন মামলা মোকাদ্দামা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply