1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের জন্য রাজনীতি করে—আরিফুল হক চৌধুরী জকিগঞ্জে ভাঙ্গনকৃত ডাইক দ্রুত মেরামত করতে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান জকিগঞ্জ ঐক্য পরিষদ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল শনিবার: আসছেন শায়খ আলী হাসান উসামা জকিগঞ্জে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইফতার মাহফিলে কবি কালাম আজাদ: জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ‘হৃদয়ে জকিগঞ্জ’-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় জকিগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জ সদর ইউনিয়ন ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জের কামালপুর উত্তর মহল্লাবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জের ফুলতলীতে পানিতে ডুবে দারুল কিরাতের ছাত্রের মৃত্যু!

জকিগঞ্জ-কানাইঘাটের ছয়শত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটের স্কুল-মাদ্রাসার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের ‍লেখা-পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রথমবারের মতো ৫৯৩ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি-২০২৫ প্রদান করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী’র সভাপতিত্বে ও শিক্ষক শুভ্র কান্তি দাস চন্দ্রনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বীর আহমদ।
শিক্ষার্থী হাফিজা সুহা আল আকসার পবিত্র কুরআন তেলাওয়াত ও শিক্ষক রুনু কুমার দাসের গীতা পাঠের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে জকিগঞ্জ-কানাইঘাটের দুই শতাধিক স্কুল-মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল ইসহাক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী বলেন, কোন বড় কাজ একা কারো দ্বারা সম্ভব নয়। এই ট্রাস্টের পেছনে রয়েছেন আমাদের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, সমাজের মানুষ, শিক্ষার্থীগণ, সাংবাদিক বন্ধুরা এবং আমাদের সকল শুভাকাঙ্খী। আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্ন, একটি দায়িত্ব। আমরা চাই এই ট্রাস্ট শিক্ষার আলোকে ছড়িয়ে দিক নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক। এটি কেবল দান সাহায্যের কাজ নয়, এটি ভবিষ্যত গড়ার একটি উদ্যোগ। আমাদের এক সাথে কাজ করতে হবে, একে অপরের হাত শক্ত করে ধরতে হবে। যদি আমরা এক সাথে থাকি শুধু আমরা একটি ট্রাস্ট নয়, আমরা একটি নতুন ইতিহাস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.মালেক চৌধুরী, ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক তাপাদার, মৌলভী ছাইর আলী বিদ্যালয়ের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান প্রমূখ।
জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হারুন আহমদ, মোঃ আব্দুল খালিক, কে.এম মামুন, আহমদুল কবির, সালাউদ্দীন, আব্দুস শহীদ তাপাদার ও আব্দুল লতিফ চৌধুরী সহ স্কুল মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে সিদরাতুল মুনতাহা, খাদিজাতুল কুবরা, আদিবা কাওছার অমি ও মাজহারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত মেধা গ্রেডের শিক্ষার্থীদের ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীদের ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা করে এককালীন প্রদান করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী, সেরা দশ মেধাবী শিক্ষার্থী ও সেরা দশ প্রতাষ্ঠানকে নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট