জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর মাধ্যমে ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের গৃহহীন আজমল মিয়া পাচ্ছেন বিনামূল্যে তৈরি একটি বসতঘর। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (আলফা-২)-এর ব্যবস্থাপনায় ও কুমিল্লা’র বেগমাবাদ মোঃ আলী হুসাইন সাগর মানব কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় এই ঘরটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ঘরে/বারান্দায় দিনাতিপাত করা আজমল মিয়া শেষ পর্যন্ত মাথা গোজার ঠাঁই পাচ্ছেন। দীর্ঘদিন থেকে খালি থাকা ভিটায় নতুন ঘর হচ্ছে শুনে আজমল মিয়ার পরিবার এখন আনন্দে আত্মহারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সত্যি সত্যিই আজমল মিয়ার থাকার কোন ঘর নেই। আছে শুধু খোলা আকাশের নীচে এক টুকরো ঘরের ভিটে। বউ বাচ্চাদের নিয়ে হতদরিদ্র আজমল কখনো কখনো তার ভাইদের এবং কখনো কখনো প্রতিবেশীদের ঘরে অথবা বারান্দায় রাত্রি যাপন করছেন। নিজ চোখে এমন দৃশ্য না দেখলে কারো বিশ্বাস হতো না।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, ইতোপূর্বে আজমলের কথা জেনে আমি তাকে অল্প কিছু টিন দিয়ে ছিলাম। কিন্তু আমি আজ সরেজমিনে গিয়ে দেখে রীতিমত হতবাক হয়েছি। আজমলের জীবন যাপনের এমন করুন অবস্থা হৃদয়ে নাড়া দিয়েছে।
ওসি বলেন, আমি কৃতজ্ঞ কুমিল্লা’র বেগমাবাদ মোঃ আলী হুসাইন সাগর মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতি। পাশাপাশি আলফা-২ স্যারের আন্তরিকতায় আমি মুগ্ধ। বেগমাবাদ মোঃ আলী হুসাইন সাগর মানব কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় ও আলফা-২ স্যারের ব্যবস্থাপনায় আজমল মিয়াকে একটি ঘর করে দিতে পারছি বলে আমি গর্বিত ও আনন্দিত।
Leave a Reply