1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ভাঙ্গনকৃত ডাইক দ্রুত মেরামত করতে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান জকিগঞ্জ ঐক্য পরিষদ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল শনিবার: আসছেন শায়খ আলী হাসান উসামা জকিগঞ্জে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইফতার মাহফিলে কবি কালাম আজাদ: জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ‘হৃদয়ে জকিগঞ্জ’-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় জকিগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জ সদর ইউনিয়ন ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জের কামালপুর উত্তর মহল্লাবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জের ফুলতলীতে পানিতে ডুবে দারুল কিরাতের ছাত্রের মৃত্যু! জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক!
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন হলেন, বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।
সূত্র জানায়, সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামের বাসিন্দা মো. আবদুল কাদির। তার বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায়। বাড়ির পাশে রয়েছে বিজিবির ক্যাম্প। আবদুল কাদিরের বড়ভাই আবদুল মুকিত স্থানীয় ইউপি সদস্য হওয়ায় এলাকায় তাদের বেশ আধিপত্য ছিল। দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালানের ব্যবসা চালিয়ে গেলেও কখনও আটক হননি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে তাদের কাছে ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান ছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আটক দুই আসামী থানা হাজতে রয়েছেন। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট