জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি সমাজসেবী প্রফেসর এম. ফরিদ উদ্দিন। রোববার (২৬ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময়কালে প্রবাসী বিএনপি নেতা প্রফেসর এম. ফরিদ উদ্দিন সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে বলেন, সাংবাদিকরা রাজনীতিবীদদের গঠনমুলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতায় রাখেন। সাংবাদিকরা যাতে কাউকে তোষামোদি না করে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই অনুরোধ রইল।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জকিগঞ্জ-কানাইঘাট বিএনপিকে সংগঠিত করতে কাজ করছি। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান
সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন রশীদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, জকিগঞ্জ পৌরসভার সহ সভাপতি আব্দুল আহাদ তোরা, মুনিম আহমদ, বিএনপি নেতা আব্দুল গফুর, ফয়জুল ইসলাম, ইসলাম উদ্দিন, সালেহ আহমদ, আব্দুস শহীদ চুনু, আব্দুল আহমদ মেম্বার, শামসুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ ও ছাত্রদল নেতা সুলতান আহমদ প্রমূখ।
এছাড়া ওইদিন বিকালে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তিনি মতবিনিময় করেন।
Leave a Reply