সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে বিগত আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলে যোগদানের মাত্র তিন মাসের মাথায় অপরাধ প্রবণতা রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তিনি ছিলেন তৎপর। বিগত দিনে তিনি তদারকীর মাধ্যমে আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতার, মাদক উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তি ও আসামী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
Leave a Reply