সিলেটের জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চোর-ডাকাত, মাদকসেবী ও জুয়াড়ীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে চুরি-ডাকাতি ও বিভিন্ন প্রকার অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবাসী ঐক্য ফোরাম চৌধুরী বাজার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সমন্বয়ক প্রবাসী রুহুল আমীন রুমেল।
সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ ফারুক আহমদ।
ফোরামের প্রকল্প বাস্তবায়ন পরিষদের সদস্য শিক্ষক ও সাংবাদিক মোঃ ইউনুছ আলীর স্বাগত বক্তব্যে সূচীত এ মতবিনিময় সভায় উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থানার ওসি’র নিকট তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরু, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম কামালী, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন, জকিগঞ্জ থানা পুলিশের কাজলসার বিট অফিসার ইমতিয়াজ সরকার, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক আহমদ, প্রবাসী ঐক্য ফোরামের অর্থ সম্পাদক হাসান আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী মাহবুবুর রহমান বাবুল, বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবনেতা নাজির আহমদ, কামরুল ইসলাম সুমন, জুলাই যুদ্ধা আব্দুল মালেক ও যুবনেতা আজহারুল ইসলাম রাহী প্রমূখ।
সভায় জকিগঞ্জ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতারা এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply