জকিগঞ্জ তথা সিলেটের মাটি ও মানুষের এক সময়ের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম.এ.হক (বাঘা হক)-এর ২৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। তিনি ১৯৯৬ সালের ৬ এপ্রিল ঢাকায় ইন্তিকাল করেন। পরে তাকে রাজধানীর বনানী গোরস্থানে সমাহিত করা হয়। মরহুম মোহাম্মদ আব্দুল হক (এম এ হক) ১৯১৯ সালের ১ জানুয়ারী জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সাহেবজান আলী ও মাতা সকিনা খাতুনের অক্লান্ত পরিশ্রমের ফসল এম এ হক কামালপুরের মতো একটি পল্লী অঞ্চল থেকে বেড়ে উঠে একাধারে একজন সফল মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, লেখক, দারিদ্র্য বিমোচনের প্রবক্তা ও বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোগক্তা ছিলেন।
বিগত দু’বছর করোনা ভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর মৃত্যু দিবসে আনুষ্ঠানিক কোন কোরআন খানি বা দোয়া মাহফিল করা হয়নি। তবে এবার এ দিবসকে সামনে রেখে এম.এ.হক ফাউন্ডেশন ও এম.এ. হক স্মৃতি পরিষদ ছাড়াও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ক্বোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অপরদিকে এম.এ.হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়বর্গকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য এম এ হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply