হেলিকপ্টারে করে স্ব-পরিবারে বাড়ি ফিরছেন জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামের কাজী বাড়ি’র বাসিন্দা বৃটেন প্রবাসী কাজী শফিকুর রহমান। তিনি আজ ১৫ জানুয়ারী সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় মেঘনা এভিয়েশন-এর একটি হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এবং বিকেল ৩টা ৩০ মিনিটে পূনরায় চলে যাবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বৃটেন প্রবাসী লন্ডনের নামকরা ব্যবসা প্রতিষ্ঠান SUNNAMUSK-এর চেয়ারম্যান কাজী আব্দুর রহমান বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আমরা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ ও বিজিবি ক্যাম্পে লিখিতভাবে অবগত করেছি। হেলিকপ্টারটি আমাদের বাড়ি’র পার্শ্ববর্তী সিলেট-জকিগঞ্জ সড়কের উত্তরে বিশাল মাঠে অবতরণ করবে।
হেলিকপ্টারে করে কারা আসছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠান SUNNAMUSK-এর শেয়ার হোল্ডার এবং আমার ছোট ভাই কাজী শফিকুর রহমান ও কাজী আবিদুর রহমান সহ তাদের স্ত্রী ও সন্তানরা।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিয়াবাইল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোঃ দুলাল হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশের অভ্যন্তরে হেলিকপ্টারটি রাখার শর্তে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন এবং বিষয়টি জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকেও আমরা মোবাইল ফোনে জানিয়ে দিয়েছি।
জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু বলেন, জকিগঞ্জের কলাকুটা গ্রামে হেলিকপ্টার অবতরণের বিষয়ে আমরা লিখিত একটি চিঠি পেয়েছি। বিজিবি’র অনুমতি সাপেক্ষে আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানাকে চিঠি দিয়েছি।
এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আজ জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিল হওয়ায় আমাদের ফোর্স সংকট রয়েছে। তবুও পুলিশের ছোট্ট একটি টিম সেখানে দেয়ার জন্য ওসি সাহেবকে বলে দিচ্ছি।
Leave a Reply