1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার এসএসসি-দাখিল উত্তীর্ণ সংবর্ধনা জকিগঞ্জের এক গৃহবধূর ঝুলন্ত লাশ সিলেট থেকে উদ্ধার শাবিপ্রবিতে ইতিহাস গড়া ফলাফল অর্জন করলেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর বাংলাদেশের মানচিত্র রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে জকিগঞ্জী চাচার খোলা চিঠি- দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জুয়াইরিয়া সিদ্দিকা মিহদা দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোঃ মুহতাদি হক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মারজান আহমদ জকিগঞ্জে দাখিল পরীক্ষায় ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৭৭ জন: জিপিএ-৫ পেয়েছে ১২ জন

উচ্চ আদালতের রায়ে দায়িত্ব ফিরে পেলেন জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

উচ্চ আদালতে দীর্ঘ আইনি লড়াই শেষে মহামান্য হাইকোর্টের রায়ে দায়িত্ব ফিরে পেলেন জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
রোববার (২৫ মে) বিকাল ৫ ঘটিকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহনকালে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সদস্য শাহেল আহমদ খোকন, ৮নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান আতিক, ৫নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান আজিজ, ২নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দুটি ভিত্তিহীন ও মিথ্যা মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে পাঠানো হয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আদালতের ওপর আস্থা রেখেছিলাম। অবশেষে সেই আইনি লড়াইয়ে আমি বিজয়ী হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছি।”
তিনি আরও বলেন, “আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণ যদি না চায়, তাহলে আমি এক মুহূর্তও চেয়ারে বসে থাকবো না। তবে ষড়যন্ত্র করে আমাদের পথ রুদ্ধ করা যাবে না, কারণ জনগণ সবসময় আমাদের পাশে রয়েছে।”
জানা যায়, বিগত বছরের ৫ আগস্টের পর ছাত্র জনতার উপর হামলার অভিযোগে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দু’টি ফৌজদারি মামলা হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তাঁর অনুপস্থিতিতে কাজ পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ শিহাব উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। চেয়ারম্যান জামিনে মুক্তি লাভ করার পর তাঁর দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ, সিলেট বরাবর চলতি বছরের ১৯ মার্চ এবং সিলেট জেলা প্রশাসক বরাবর বিগত ৬ এপ্রিল পৃথক দু’টি আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পরপর দু’টি আবেদন করার পরও কোন ধরণের কার্যক্রম গ্রহণ না করায় তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত ২৮ এপ্রিল একটি রিট পিটিশন (নং-৬৪৯৪/২০২৫) দায়ের করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক ফাতেমা নাজিব ও বিচারক সিকদার মজুমদার রাজী গত ২৮ এপ্রিল ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়ে ভারপ্রাপ্ত দায়িত্বভার দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা মর্মেও ১৫ দিনের সময় দিয়ে রুল জারী নিশি জারি করেন। একই সাথে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট