বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদ-এর সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট মোশতাক আহমদ বলেছেন, পাকিস্তান প্রেমীরা নির্বাচন ও আন্দোলনে ব্যার্থ হয়ে শেখ হাসিনা’র সরকারকে ক্ষমতা থেকে সরাতে গভীর ষড়যন্ত্র করছে। তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য দেশে ও বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রের চোরাই পথে তারা আমাদের প্রিয় নেত্রীকে ক্ষমতা থেকে হটাতে চায়। তাই বর্তমান এই চরম সংকটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সব সময় বিজয়ী হয়। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোন ষড়যন্ত্র হারাতে পারেনা।
তিনি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে স্থানীয় বাবুর বাজারে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রবীণ মুরব্বী হাফিজ আব্দুস সুবহান।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান-এর যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খলাছড়া ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মাসুক, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফজলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুস সামাদ আজাদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জামিল আহমদ ও সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ।
মতবিনিময় সভায় সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি সিরাজুল ইসলাম ও সভাপতি বাবর আহমদ।
এছাড়া মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলা ও ৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply