সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সৈয়দ মারজান আহমদ। সে জকিগঞ্জ উপজেলার শাহবাগ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করে। মারজান আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত মহিদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা সৈয়দ আমিন উদ্দিন একজন ব্যবসায়ী ও সুলতানা আক্তার একজন গৃহিনী। তিন ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। তার এ ভালো ফলাফলের জন্য বাবা-মা, চাচা ও শিক্ষকদের অবদান বেশী বলে জানায়। ভবিষ্যতে সে মানবসেবার লক্ষে ডাক্তার হতে চায়।
Leave a Reply