ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সফল কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি আবুল হোসেইন। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে একজন সফল প্রবাসী হিসেবে এ সম্মাননা দেয়া হয়। তাঁর হাতে সম্মানজনক এ অ্যাওয়ার্ড তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
এ সময় উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ ও সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১শ’ ৩ জন প্রবাসী সিলেটী। এক হাজারের মত আবেদন করা প্রবাসীর মধ্যে ১শ’ ৩ জনকে বাছাই করেছে সিলেটের জেলা প্রশাসন। তন্মধ্যে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মকবুল হোসাইন ও রায়হানা বেগমের সন্তান যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেইন অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
জানা যায়, জকিগঞ্জের এই কৃতি সন্তান জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি ছাড়াও গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি, গ্লোবাল জালালাবাদসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি হাউজ অব কমন্সে এওয়ার্ড, ক্রয়ডন কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস, ওয়ারথিং কাউন্সিল থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
স্থানীয়রা জানান, যুক্তরাজ্যে জকিগঞ্জী তথা সিলেটীদের নিয়ে যে ক’জন মানুষ কাজ করেন তাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন আবুল হোসেইন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিশেষ সম্মাননা লাভ করেছেন। আন্তর্জাতিক মানবকল্যাণমূলক সংগঠন “আরএ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল”-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এদিকে সম্মাননা গ্রহণের পর আবুল হোসাইন বলেন, “এটি শুধু একটি পুরস্কার নয়, আমাদের কমিউনিটির প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। এই অনুপ্রেরণা নিয়ে আমি সমাজকল্যাণের পথচলা আরও শক্তিশালী করতে চাই।”
অপরদিকে প্রবাসী কমিউনিটি সংগঠক ও সমাজসেবী আবুল হোসেইন এ সম্মানে ভূষিত হওয়ায় জকিগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশি মহলে এ সাফল্য উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
Leave a Reply