সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের দুর্গম পাহাড়ি অঞ্চলে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন দুই হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী মুলাগুল হারিছ চৌধুরী একাডেমিতে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দুর্গম পাহাড়ে ঘেরা যোগাযোগ বঞ্চিত এলাকায় মানবিক এ চিকিৎসা সেবা দেয়া হয়। এতে মুলাগুল, কান্দলা, ডাউকেরগুল, ভাল্লুক মারা, ছতিপুর, মেছা, কাজিরখাল, সাউদগ্রাম, ছড়ার পার, কুছি, মঙ্গলপুর ও লোভাছড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সুবিধা বঞ্চিত অসচ্ছল বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা কেন্দ্রে বিনা মূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী ফ্রি ঔষধ ও চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ফ্রি অপারেশনের ব্যবস্থাও করা হয়। ৬টি বুথে চক্ষু রোগীদের রেজিস্ট্রেশনের পর চিকিৎসা সেবা প্রদান করেন ইনক্লুসিভ আই হসপিটাল, সিলেট-এর বিশেষজ্ঞ চিকিৎসক দল।
এ সময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক চৌধুরী, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী, সচিব শাব্বির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী ও কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
মানবিক এই কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চক্ষু সেবা পেয়ে পাহাড়ি এলাকার মানুষ জেডআরএফ-এর মানবিক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগ দৃষ্টি শক্তি হারানো চিকিৎসা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরূপ। দৃষ্টি শক্তি হারানো মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ এ অঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
ডাউকেরগুল গ্রামের লোকমান আহমদ বলেন, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ বঞ্চিত এ অঞ্চলের মানুষের জন্য বাড়ির নিকট বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া খুবই আনন্দের। আমরা ফাহিম আল চৌধুরী ট্রাস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।
কাজিরখাল গ্রামের রুশনা বেগম বলেন, চোঁখ নিয়ে অনেক দিন থেকে সমস্যায় ছিলাম। ডাক্তারের নিকট যাতায়াত ও আর্থিক সমস্যায় এতদিন থেকে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছিলাম। বাড়ির পাশে এমন একটি চক্ষু চিকিৎসা কার্যক্রমের কথা শোনে এখানে এসে আমার চোঁখ দেখিয়ে চশমা ও ঔষধ পেয়েছি। যারা এমন একটি মহৎ কাজ করছেন, আল্লাহ পাক তাদের ভালো করুক।
এ বিষয়ে জানতে চাইলে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সচিব শাব্বির আহমদ বলেন, সিলেটের সবচেয়ে অবহেলিত একটি এলাকা হচ্ছে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এই মুলাগুলসহ আশপাশের এলাকা। যেখানে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের তেমন একটা ব্যবস্থা নেই। অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এখানকার মানুষ বসবাস করছেন। এখানে তিন দিকে নদী আর বাকি একদিকে ভারত। সেকারণে এখানকার মানুষ সব দিক থেকে পিছিয়ে। তাই এই স্থানে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করার জন্য আমাদের ট্রাস্টের চেয়ারম্যান অত্যন্ত মানবিক ব্যক্তি প্রিয় ফাহিম আল্ চৌধুরী ভাই নির্দেশ দিয়েছেন। উনার নির্দেশেই আমরা এখানে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি।
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী বলেন, প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জেডআরএফ সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসা বঞ্চিত জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আরও পাঁচটি কেন্দ্রে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। ষষ্ঠ চক্ষু চিকিৎসা ক্যাম্প হিসাবে মুলাগুল হারিছ চৌধুরী একাডেমিকে বেছে নিয়েছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমার ছোট ভাই ফাহিম আল্ চৌধুরী। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক চৌধুরী বলেন, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। তাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে দূর্গম পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল্ চৌধুরী শুধু চিকিৎসা ক্ষেত্রে নয় বরং সার্বিক ক্ষেত্রে তিনি দীর্ঘদিন থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
উল্লেখ্য যে, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বিগত একমাস থেকে জকিগঞ্জ-কানাইঘাট অবহেলিত জনপদে ইতিমধ্যে ৬টি পৃথক পৃথক ক্যাম্পের মাধ্যমে প্রায় ১১ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান করেছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলার জামিয়া আসআদিয়া দারুল মা’আরিফ চতুল হারাতৈল মহিলা টাইটেল মাদ্রাসা ও শনিবার (১৩ সেপ্টেম্বর) জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
Leave a Reply