জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর উদ্যোগে ও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট এলাকায় ফ্রি চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭) সেপ্টেম্বর) সকাল থেকে পুরো দিনব্যাপী সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে সীমান্তবর্তী নদী বেষ্টিত দূর্গম পাহাড়ি এলাকার মানুষকে বিনামুল্যে চক্ষুসেবা প্রদান করা হয়।
খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত নুন খাল ও চিলাই নদী বেষ্টিত কানাইঘাটের এ জনপদের মানুষ ফ্রি চক্ষুসেবার মতো এমন একটি মানবিক কার্যক্রমের কথা শুনে শনিবার সকাল থেকে ভীড় করে সুরইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে। দিনব্যাপী এ কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ নিজেদের চক্ষু চিকিৎসা গ্রহণ করেন এই ক্যাম্প থেকে। বিকাল পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ চক্ষুসেবা গ্রহণ করার খবর পাওয়া যায়। তন্মধ্যে ছয় শতাধিক মানুষ বিনামুল্যে ঔষধ, চারশতাধিক লোক চশমা ও অর্ধশতাধিক লোক বিনামূল্যে চক্ষু অপারেশনের সুযোগ পান।
একাধিক চক্ষুরোগী জানান-আল্লাহ জিয়াউর রহমান সাহেবকে যেন জান্নাতবাসী করেন। আজ উনার নামের উসিলায় আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি। পিছিয়ে পড়া এই এলাকায় আজ পর্যন্ত এমন বড় পরিসরে কেউ এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তাঁরা এমন একটি আয়োজন বাস্তবায়ন করার জন্য ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা মানবদরদী ফাহিম আল্ চৌধুরীর প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন। তাঁরা বলেন, আজ কালকের নেতারা সাধারণ মানুষের নিকট থেকে শুধু নেয়া জানে, দেয়া জিনিসটা বুঝেই না। কিন্তু ফাহিম আল্ চৌধুরী আজ পর্যন্ত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের নিকট কিছু নিতে আসেন নি, বরং লাগাতার মানুষকে দিয়েই যাচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা ও মানবিকতায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী। তাঁরা ফাহিম আল্ চৌধুরীর আগামীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এদিকে সুরইঘাট উচ্চ বিদ্যালয় ফ্রি চক্ষুসেবা ক্যাম্প পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী ও সদস্য সচিব প্রধান শিক্ষক শাব্বির আহমদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপূল সংখ্যক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ফাহিম আল্ চৌধুরী জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের জন্য নিজের জীবন ও যৌবনের গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যায় করে যাচ্ছেন। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তিনি এই দুই উপজেলার মানুষের জন্য নিজের অর্থ ব্যায় করছেন। জকিগঞ্জ-কানাইঘাটে ফাহিম আল্ চৌধুরী এখন মানবতার অন্যান্য উদাহরণ। নেতৃবৃন্দ ফাহিম আল্ চৌধুরী এখন কোন নাম নয় উল্লেখ করে বলেন-ফাহিম আল্ চৌধুরী এখন একটি ব্রান্ড। তাই এই ব্রান্ডকে আমাদের ধরে রাখতে হবে।
জানা যায়, জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে ও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় গত ১৪ আগস্ট থেকে শুরু হয় এই ফ্রি চক্ষুসেবা কার্যক্রম। শেষ হওয়ার কথা ছিল গত ১৩ সেপ্টেম্বর। কিন্তু বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের চাহিদার প্রেক্ষিতে এই কার্যক্রম অব্যাহত রাখেন মানবিক এ কার্যক্রমের উদ্যোক্তা শিল্পপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল্ চৌধুরী। তিনি পূর্ব ঘোষিত মাসব্যাপী চক্ষুসেবা কার্যক্রম সমাপ্ত না করে কানাইঘাটের ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়ন ও সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে পৃথক দু’টি চক্ষুসেবা ক্যাম্প পরিচালনা করেন। শেষ পর্যায়ে তিনি তাদের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুর (মসজিদ ওয়ালা) বাড়িতে আরেকটি ফ্রি চক্ষুসেবা ক্যাম্প পরিচালনা করার কথা রয়েছে।
Leave a Reply