কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত রাতাছড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাতাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম. তমিজ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ সেলিম চৌধুরী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মজির উদ্দিন, ইউপি সদস্য ফখরুল ইসলাম ও ইউপি সদস্য মাহাতাব উদ্দিন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের উপহার হিসেবে বই তুলে দেন।
Leave a Reply